## আজ শুভ বন্ধু দিবসে জেনে নিন কে প্রকৃত বন্ধু...?
👉 বন্ধু ৩ প্রকারের আছে ।
১) বন্ধু
২) সখা
৩) সুহৃদ।
&& বন্ধু - বন্ধু মানে যে আসে যায় কিছুদিন আপনার সাথে থেকে তালে তাল দিল এ রকম বন্ধুই বেশি আসে জীবনে। যেমন, স্কুল, কলেজ পড়ে পকেটা গরম আছে কিছু দিন থাকল (এরা হলো বসন্তের কোকিল) যেই পকেট খালি ব্যাস, বন্ধুও খালি। বসন্ত কালে কোকিল যেমন কুহ কুহ করে গান গায়, আর যেই গরম কাল আসে তখন কোকিল উড়ে যায়, কেননা কোকিল সুখি, ঠিক বন্ধুও এইরকম।
## সখা - সখা আপনাকে অন্ধের মত ভালোবাসে। আরে তুই যা করবি তাই ঠিকরে। ওরা সব ভুল বলছে, তুই ঠিক। সে আপনি ভুল করেন আর ঠিক করেন, সে আপনার পাসে সব সময় থাকবে। আপনি মনে মনে ভাবছেন যে কাজটা ভুল ছিল, কিন্তু সে বলবে না না তুই ঠিক করেছিস। কেননা সে আপাকে এতো ভালোবাসে, আপনি খারাপ করছেন না ভাল করছেন সব সময় আপনাকে সাপোর্ট করবে। খারাপ ভালো তুমিই ঠিক। যেমন : কর্ণ আর দুর্যোধন।
&& সুহৃদ - সুহৃদ মানে যে প্রকৃত পক্ষে ভালো চায়, সে আপনাকে বলবে এই এটা তুমি ভুল করছ। আপনার খারাপ লাগলেও সে আপনাকে বলবে যেটা ভুল করছ, সেটা ঠিক নয়। আর যখন ভালো কিছু করবেন সে তখন আপনাকে উৎসাহ দিবে।সুতরাং আপনি কেমন এবং কার সাথে আপনি বন্ধুত্ব করবেন সেটা নিজেই ঠিক করে নিন।
প্রকৃত সুহৃদতো সেই যে জন্ম-জন্মান্তর আমাদের সাথেই থাকে। কিন্তু আমরা তাকে চিনতে পারি না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,
বহুনাং জন্মনামান্তে জ্ঞানবান্মাং প্রপদ্যতে।
বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ।।
অর্থ- বহু বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম কারণ রুপে জেনে আমার শরণাগত হন। সেইরুপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। (শ্রীমদ্ভগবদগীতা-৭/১৯)।
0 Comments