ভগবান জগন্নাথের লীলা পর্ব- ২০ আপনাকেই ব্যয়ভার বহনকরতে হবে

 



#ভগবানজগন্নাথেরলীলা🚩


          🔹🔹#পর্ব 🔸২০🔸


   🌹 #আপনাকেইব্যয়ভার

           #বহনকরতেহবে🌹


মায়াপুর রাজাপুরে জগন্নাথ দেবের অদ্ভুত লীলা কাহিনী। (একটি সত্য ঘটনা অবলম্বনে)


#মায়াপুর জগন্নাথ মন্দির ও বিগ্রহ সমূহ 

সংস্কার করে পুনঃ প্রতিষ্ঠা করার পর, 


✅#জৈমিনী ঘোষ শ্রীবিগ্রহ সমূহের সেবা করার বাসনা করলেন। কিন্তু তার অর্থকড়ি ছিল না, সেজন্য তিনি শ্রীজগন্নাথের কাছে প্রার্থনা করলেন এবং নিজের অবস্থা বর্ণনা করলেন। 


🚩সেই রাত্রেই মন্দিরের পাশের গাছ থেকে দুটি বড় ডাল ভেঙে পড়ল, জৈমিনী সেই কাঠ বিক্রি করলেন এবং কয়েক মাস সেই অর্থ দিয়ে জগন্নাথের সেবা কার্য  চলালো।


✅#যখন অর্থ শেষ হয়ে গেল, তিনি পুনরায শ্রীজগন্নাথের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি আর আপনার সেবা চালাতে পারছি না আমার কাছে কোন টাকা-পয়সা নেই। আপনাকেই নিজ ব্যয় ভার বহন করতে হবে।


🌻 সেই দিন থেকে জগন্নাথ মন্দিরের ভিতরে বেদীর পাশে তিনি প্রতিদিনের পুজার জন্য টাকা-পয়সা পেয়ে যেতেন। 


জয় জগন্নাথ

Post a Comment

0 Comments