💥💥 এক লোক জঙ্গলে গেল একটি প্রজাপতি ধরে আনার জন্য। লোকটির হাতে একটি ঘড়ি দিয়ে কিছু সময় বেঁধে দেওয়া হলো।
তারপর লোকটি জঙ্গলে গিয়ে একটি প্রজাপতির পেছনে ছুটতে শুরু করলো।
ছুটতে ছুটতে লোকটি তার সামনে কি যেন একটা লোভনীয় বস্তু দেখতে পেল। প্রজাপতির কথা ভুলে লোকটি ঐ বস্তুকে নিয়ে তার থলের ভেতর রাখলো।
হঠাৎ তার আবার ঐ প্রজাপতির কথা মনে পরলো। তাই সে আবার ছোটা শুরু করলো। আগের বারের মতোই তার সামনে ২য় লোভনীয় বস্তুটা পড়লো। প্রজাপতির কথা সে আবার ভুলে গেল। এবং ঐ বস্তুকে লোকটি যত্ন করে থলের ভেতর রাখলো।
এতে লোকটির থলে অনেক ভারি হয়ে গেল।
প্রজাপতির কথা পুনরায় মনে পরায় লোকটি বহু কষ্টে আবার ছুটতে লাগলো।
তারপর লোভী লোকটি আবার একই ঘটনা ঘটাল। সে ৩য় লোভনীয় বস্তুটাও থলের ভেতর রাখলো। তারপর সে প্রতিজ্ঞা করলো, এবার সামনে যাই পড়ুক না কেন, সে প্রজাপতি ছারা আর কিছুই নেবে না।
এমন সময় তার হাতের ঘড়িটা বলে উঠলো :
তোর সময় শেষ।
তাই লোকটি প্রজাপতি না নিয়েই ফিরতে বাধ্য হলো। কিন্তু তার থলেটা এতই ভারি ছিল যে, সে এক পাও নরতে পারছিল না। তাই সে থলেটা রেখে শূন্য হাতেই জঙ্গল থেকে চলে এল।
আপনি কি জানেন ? লোকটি কে ছিল ?
অবাক হলেও এটাই সত্যি, এই ব্যাক্তিটা স্বয়ং আপনি। হ্যাঁ আপনিই।
ওই জঙ্গলটা হচ্ছে পৃথিবী।
ওই প্রজাপতিটা হলো পুণ্যফল,
আর আপনি পুণ্যফল সংগ্রহ করতেই পৃথিবীতে এসেছেন।
১ম বস্তুটা হলো টাকা-পয়সা।
২য় বস্তুটা হলো বাড়ি-গাড়ি।
৩য় বস্তুটা হলো ধন-সম্পদ যা আপনাকে বার বার পুণ্যফল অর্জনের কথা ভুলিয়ে দেয়।
ঐ ঘড়িটা হচ্ছে আয়ু।
আয়ু শেষ হয়ে গেলে সব সম্পত্তি রেখে শূন্য হাতেই আপনাকে এই মায়ার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে !!🙏❤❤❤🙏
💥🚩 তাই সময় থাকতে সমস্ত জীবনের সমস্ত জড়জাগতিক লোভনীয় জিনিসের কথা ছেড়ে, শুধুমাত্র ভগবানের শ্রীচরণে আশ্রয় নেওয়ার কথা ভাবুন... ভগবানের দিব্য নামের আশ্রয় নিন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
🌿🌼 হরে কৃষ্ণ 🌼🌿
0 Comments