🌹#অষ্টসখী🌹🌿


শ্রীরাধাকৃষ্ণের অষ্টসখী বৃন্দ হলেন ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুরেখা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী ও তুঙ্গবিদ্যা।


🚩অষ্টসখী বৃন্দের পরিচয়🚩


️১) #ললিতা_সখী --

জন্ম - বর্ষণা হতে দু-তিন কিলোমিটার দূরে পূর্ব দিকে উঁচা গ্রামে, ললিতা গ্রাম নামে বিখ্যাত। পিতা - বিশোক, মাতা - সারোদা, পতি - ভৈরব, স্বভাব  - বামা প্রখরা, বর্ণ - গো রচনা, বস্ত্র - ময়ূর পুচ্ছ, সেবা - তাম্বুল, ভাব - খণ্ডিতা, কুঞ্জ - বিদ্যুৎ বর্ণললিতানন্দন, বয়স - ১৪/৩/১২ দিন। গৌর লীলায় - স্বরুপ দামোদর।


️২) #বিশাখা_সখী --

জন্ম - কামাই গ্রামে। পিতা - পাবন, মাতা - দক্ষিণা, পতি - বাহিক, স্বভাব - অধিক মধ্যা, বর্ণ - বিদ্যুৎ, বস্ত্র - তারা বলি, সেবা - কর্পূর এবং বস্ত্রালংকার, ভাব - স্বাধীন ভত্তৃকা, কুঞ্জ - মেঘবর্ণ মদন সুখোদা, বয়স - ১৪/২ মাস। গৌর লীলায় - রায় রামানন্দ। 


৩) #চিত্রা_সখী -- 

জন্ম - চিক্ সৌলী গ্রাম। পিতা - চতুর, মাতা - চব্বিকা, পতি - পিঠর, স্বভাব - অধিক মৃদ্ধি, বর্ণ - কাস্মির, বস্ত্র - কাঁচ প্রভা, সেবা - মালা এবং বস্ত্রালঙ্কার, ভাব - দিবাভিসারিকা, কুঞ্জ - কিঞ্জঙ্ক চিত্রানন্দ, বয়স - ১৪/২/১৬ দিন। গৌর লীলায় - গোবিন্দ নন্দ ঘোষ।


৪) #ইন্দুরেখা_সখী --

জন্ম - আঁ জনক গ্রাম। পিতা - সাগর, মাতা - বেলা, পতি - দূর্ব্বল, স্বভাব - বামা প্রখরা, বর্ণ - চম্পক, বস্ত্র - চাষ পক্ষী অথবা দারিম্ব কুসুম, সেবা - চামর এবং নৃত্য, ভাব - বাসকসজ্জা, কুঞ্জ - তপ্তকাঞ্চন সুখদ, বয়স - ১৪/২/১২ দিন। গৌর লীলায় - শ্রীবসুরামানন্দ।


৫) #চম্পকলতা_সখী --

জন্ম - সুন্হেরা গ্রাম। পিতা - আরাম, মাতা - বাটিকা, পতি - চান্ডাক্ষ, স্বভাব - বামা মধ্যা, বর্ণ - হরিতাল, বস্ত্র - দাড়িম্ব কুসুম, ভাব - প্রষিতভত্তিকা, সেবা - নৃত্য, কুঞ্জ - স্বর্ণবর্ণ নন্দদ কমলকুঞ্জ, বয়স - ১৪/২/১৯ দিন। গৌরলীলায় - শ্রী সেন শিবানন্দ।


৬) #রঙ্গদেবী_সখী --

জন্ম - বঝেরা গ্রাম। পিতা - রঙ্গ সার, মাতা - করুণা, পতি - বক্রে ক্ষণ, রঙ্গদেবী ও সুদেবী যমজ বোন, স্বভাব - বামামধ্যা, বর্ণ - পদ্মকিঞ্জক, বস্ত্র - জবাকুসুম, ভাব - উৎকণ্ঠা, সেবা - অলক্ত, কুঞ্জ - শ্যাম বর্ণ সুখদ শ্যাম কুঞ্জ, বয়স - ১৪/২/৮ দিন। গৌরলীলায় - শ্রী গোবিন্দ ঘোষ।


️৭) #সুদেবী_সখী --

জন্ম - বঝেরা গ্রাম। পিতা - রঙ্গ সার, মাতা - করুণা, পতি - বক্রেক্ষণের ছোট ভাই রক্তেক্ষণ, সুদেবী ও রঙ্গদেবী যমজ বোন, স্বভাব - বামা প্রখরা, বর্ণ - সুবর্ণ, বস্ত্র - প্রবাল বর্ণ, সেবা -জল, ভাব - কলহান্তরিকা, কুঞ্জ - হরিদ্রা বর্ণ সুখদ কুঞ্জ, বয়স - ১৪/২/৮ দিন। গৌর লীলায় - শ্রী বাসুদেব ঘোষ।


️৮)#তুঙ্গবিদ্যা_সখী --

জন্ম - ডাভারা গ্রাম। পিতা - পৌস্কর, মাতা - মেধা, পতি - বালিশ, স্বভাব -দক্ষিণ প্রখরা, বর্ণ - চন্দ্র কুসুম, ভাব - বিপ্রলব্ধা, বস্ত্র - পাণ্ডরবর্ণ, সেবা - গীতবাদ্য, কুঞ্জ - অরুন বর্ণ নন্দন কুঞ্জ, বয়স - ১৪/২/১৩ দিন। গৌরলীলায় - শ্রী বক্রেশ্বর পন্ডিত।


 রাধে রাধে 🙏🌿🌼

Post a Comment

0 Comments