শুভ এবং প্রহর দু-টি বন্ধু



শুভ এবং প্রহর দু-টি বন্ধু।তো শুভর কাছে বেশ কিছু লাড্ডু আছে।আর প্রহরের কাছে বেশ কিছু মারবেল আছে। তো প্রহর শুভকে বলল,চলো বন্ধু আমরা নিজেদের জিনিস গুলো পাল্টে নিই। তুই তোর সব গুলো লাড্ডু আমায় দিবি, আর আমি নিজের সবগুলো মারবেল তোকে দেব। শুভ প্রহরের প্রস্তাবে রাজী হয়ে গেল।সে নিজের সব গুলো লাড্ডু প্রহরকে দিয়ে দিলো। প্রহর কিন্তু সব গুলো মারবেল শুভকে দিলো না।সে লুকিয়ে বড় সাইজের দু-টা মারবেল নিজের কাছে রেখে দি। তো ভাগাভাগির পড় দু-জনই নিজের বাড়িতে চলে গেলো। সমস্যাটা শুরু হলো সে দিন রাতেই। শুভ তো আরামে ঘুমাচ্ছে।কোন চিন্তা নেই শুভর।সে অনেক গুলো মারবেল পেয়েছে।সে অনেক খুশি। কিন্তু প্রহর রাতে ঘুমাতে পারছেনা।তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, নিশ্চই শুভ বড় সাইজের খুব মিষ্টি কয়েটা লাড্ডু নিজের কাছে লুকিয়ে রেখেছে। প্রহর কিছুতেই শান্তি পাচ্ছেনা।সে বিছানা থেকে নেমে একবার মুখে জল ঝাঁপটা দিচ্ছে।তো একবার জল পান করছে।তার পড় বিছানায় শুতে যাচ্ছে।কিন্তু শান্তির সেই ঘুমের দেখা পাচ্ছে না। 💓💓💓💓💓💓💓💓 শুভর মতো আমাদেরও নিজেকে উজার করে দিয়ে ভগবান কে ভালোবাসতে হবে। প্রহরের মত মতলব নিয়ে নয়। আর ভক্ত ও ভগবানের নিঃস্বার্থ প্রেমের মাধ্যমেই পরম শান্তি ও আনন্দ উপন্ন হয়। -জয় নিতাই-

Post a Comment

0 Comments