বিচারকদের টিফিন বিরতি শ্রীল প্রভুপাদের গল্পে উপদেশ

বিচারকদের টিফিন বিরতি
শ্রীল প্রভুপাদের গল্পে উপদেশ


এটি ছিল ১৯১৪, প্রথম বিশ্বযুদ্ধ চলছে যেখানে একজন ইংরেজ এবং ভারতীয় বিচারক তাদের টিফিন খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ইংরেজ বিচারক বলছেন, অবস্থাতো খুব খারাপ হচ্ছে। ভারতীয় বিচারক বললেন- কী বলছো? ইংরেজ বিচারক বলতে লাগলেন- এবার জার্মানীরা আসছে, তুমি কি করতে যাচ্ছ? ভারতীয় বিচারক বলা শুরু করলেন, আমরা তাদেরকে সম্মান এবং নিমন্ত্রন দিতে পারি তাদের ইচ্ছানুসারে। ইংরেজ বিচারক বলতে লাগলেন…….. তুমি কি বলছো? জার্মানীরা তোমার দেশ দখল করতে আসছে আর তোমার কোনো চিন্তা নেই? এটি কোন ধরনের দাসের মানসিকতা? কেন তুমি জার্মানীদের সহজে মেনে নিতে চাও? ভারতীয় বিচারক বললেন আক্রমণকারী? ইংরেজ বিচারক বললেন- প্রত্যেকের তার দেশের জন্য গর্বিত এবং শত্রুদের সাথে যুদ্ধ করা উচিত। প্রত্যেকের উচিত কখনো শত্রুদের আক্রমণ করতে না দেয়া। তোমার উচিত সাহসের সহিত তাদের সাথে যুদ্ধ করা এবং দাসের মনোভাব ত্যাগ করা। ভারতীয় বিচার ইংরেজ বিচারককে বলছেন- আমাদের পেশাই হচ্ছে গ্রহণ করা। তুমি আমাদের দাসের মতো প্রশিক্ষণ দিয়েছো। তুমিই তো আমাদের শিখিয়েছো দাস হতে এবং শত্রুদের দাসের মতো কাজ করা।

। হিতোপদেশ।

শিক্ষকদের উচিত শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা সর্বদা যথাযথভাবে দান করা এবং কোন অবস্থায় এর পরিবর্তন না করা।

Post a Comment

0 Comments