কু সঙ্গ যেমন ভক্তি পথের কণ্টক,সৎ সঙ্গ তেমনি ভক্তি লাভের সহায়। যথা-
"ভক্তিস্তু ভগবদ্ভক্ত সঙ্গেন পরিজায়তে"(নারদ পুরান)
ভক্তি ভগবদ সঙ্গে জন্মিয়া থাকে। সূর্য্য কিরণমালা দ্বারা যেরূপ বাহিরের অন্ধকার নাশ করে,তদ্রূপ সাধুগন তাঁহাদের সদুক্তিরূপ কিরণজল দ্বারা সর্বোতভাবে হৃদয়ের অন্ধকার নাশ করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন-
" সতাং প্রসঙ্গন্মম বীর্য্যসন্বিদো ভবন্তি ৷ হৃকর্ণরসায়নাঃকথা।
তজেজাষনাদাশ্বপবর্গবত্মনি শ্রদ্ধা রতির্ভক্তিরনুক্রমিষ্যতি।।
(শ্রীমদ্ভাগবত)
অর্থাৎঃ- সাধুদিগের সংসর্গে আমার শক্তিসমন্ধীয় হৃদয় ও কর্ণের সুখজনক কথা হইতে থাকে,সেই কথা সম্ভোগ করিলে শীঘ্রই মুক্তির পথে ক্রমে ক্রমে শ্রদ্ধা,রতি ও ভক্তি উৎপন্ন হইয়া থাকে।
"ভক্তিস্তু ভগবদ্ভক্ত সঙ্গেন পরিজায়তে"(নারদ পুরান)
ভক্তি ভগবদ সঙ্গে জন্মিয়া থাকে। সূর্য্য কিরণমালা দ্বারা যেরূপ বাহিরের অন্ধকার নাশ করে,তদ্রূপ সাধুগন তাঁহাদের সদুক্তিরূপ কিরণজল দ্বারা সর্বোতভাবে হৃদয়ের অন্ধকার নাশ করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন-
" সতাং প্রসঙ্গন্মম বীর্য্যসন্বিদো ভবন্তি ৷ হৃকর্ণরসায়নাঃকথা।
তজেজাষনাদাশ্বপবর্গবত্মনি শ্রদ্ধা রতির্ভক্তিরনুক্রমিষ্যতি।।
(শ্রীমদ্ভাগবত)
অর্থাৎঃ- সাধুদিগের সংসর্গে আমার শক্তিসমন্ধীয় হৃদয় ও কর্ণের সুখজনক কথা হইতে থাকে,সেই কথা সম্ভোগ করিলে শীঘ্রই মুক্তির পথে ক্রমে ক্রমে শ্রদ্ধা,রতি ও ভক্তি উৎপন্ন হইয়া থাকে।
0 Comments