বসন্ত পঞ্চমী রাস লীলা


 হরে কৃষ্ণ, আজ বসন্ত পঞ্চমী। 💛

বৈষ্ণবদের কাছে একটা স্পেশাল দিন। এই দিনে বসন্ত রাস হয়েছিল বৃন্দাবনের কাছেই "চন্দ্র সরোবরে"। 


👉শরৎ পূর্ণিমায় "বংশী বটের " নিচে যে রাস অনুষ্ঠিত হয়,সেখানে শ্রীমতি রাধা ঠাকুরানীর মহিমা পূর্ণরূপে প্রকাশ হয়নি তাই ঠাকুরানি মহিমা প্রকাশ করার জন্য, এই দিনে এই বসন্তরাসের উৎসব। 💛💛💛


✍️শারদ পূর্ণিমার রাসে  নিত্য সিদ্ধ এবং সাধন সিদ্ধ গোপিকারা  অংশগ্রহণ করেন। এই বসন্ত রাস উৎসবে শুধুমাত্র নিত্য সিদ্ধ গোপিকারা অংশগ্রহণ করেন।শারদ পূর্ণিমা যে রাস উৎসব হয় সেখানে ভগবান কৃষ্ণ সমস্ত গোপিকাদের ছেড়ে যান। সমস্ত গোপীকারা  খুঁজে  বেড়ায়। শেষ পর্যন্ত না পেয়ে গোপী গীত গাওয়া শুরু করে।  কিন্তু এই উৎসবে ভগবান কৃষ্ণ কে ছেড়ে রাধা ঠাকুরানি অদৃশ্য হন। তাই ভগবান কৃষ্ণ খুঁজেতে থাকেন রাধারানীকে।  তখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধা ঠাকুরের প্রেমের মাহিমা কেমন, আর ওই প্রেমের দ্বারা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন সে মাধুর্যই বা কেমন এবং সে মাধুর্য আস্বাদন করে যে সুখ অনুভব করেন সেই সুখইবা কেমন। এই বিষয় আস্বাদন করতে ইচ্ছা করেন।

যেটা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী আদি লীলার ১/৬ এ বর্ণনা করেছেন। 

 🤗 আর এটাই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অন্তরঙ্গ কারণ। তাই অনুভব করতে, কৃষ্ণ কলি যুগে শ্রীচৈতন্য মহাপ্রভু হয়ে সন্ন্যাস গ্রহণ করেন এবং  জগন্নাথ পুরীতে অবস্থান করেন। 

সুতরাং আমরা দেখতে পাই কৃষ্ণ যে চৈতন্য হয়ে আসবেন সেই সিদ্ধান্ত আজ নিয়েছিলেন। 🥰

হরে কৃষ্ণ 🙏🙏🙏

Post a Comment

0 Comments